আল্লামা কাসেমীর মৃত্যুতে ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া


 হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে দেশের ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া বিরাজ করছে। 

আল্লামা কাসেমীকে শেষবারের মতো দেখতে রাজধানীর বারিধারা মাদ্রাসায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে এসেছেন হাজারও আলেম ও ছাত্র-জনতা।রোববার দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই আলেম। 

মাওলানা নূর হোসাইন কাসেমী ছিলেন দেশের শীর্ষস্থানীয় আলেমদের একজন। তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সিনিয়র সহ-সভাপতি, জামিয়া মাদানিয়া বারিধারার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস এবং হেফাজতে ইসলাম ও জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিবের পদে আসীন ছিলেন।

শীর্ষ এই আলেমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আল হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান ও বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ