ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র যুগ্ম মহা-সচিব আল্লামা আহমদ হাসান চৌধুরী শাহান সিলেটের বিশ্বনাথ উপজেলার সাহেব নগর হাসনাইন তাহফিজুল কুরআন মাদরাসা পরিদর্শণ ও হিফজ বিভাগের ছাত্রদের সবক প্রদান করেন।
আজ বুধবার ১৬ জুন বাদ আসর স্বানীয় উপজেলার লামাকাজী ইউনিয়নের সাহেবনর পয়েন্ট সংলগ্ন গোবিন্দগন্জ এ মাদরাসা পরিদর্শন করেন তিনি।
মাদরাসা পরিদর্শণসহ ছাত্রদের নাজারা শেষে নতুন হিফয বিভাগে ছবক প্রদান ও মূল্যবান নছিহত পেশ করেন। তিনি মাদরাসার পরিবেশ দেখে অত্যন্ত খুশি প্রকাশ করে প্রাতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা কামনাসহ সর্বাত্নক সহযোগিতা করার আশ্বাস ও দিয়েছেন।
পরিশেষে তিনি দোয়া পরিচালনা করেন।
মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন হাফিজ ইউসুফ মোহাম্মদ শাহান।
0 মন্তব্যসমূহ