বিশ্বনাথের দিঘলী খোজার পাড়া- মাধবপুর সড়কে চলাচল এখন দুর্বিষহ!



বিশেষ প্রতিনিধিঃ

সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দিঘলী খোজার পাড়া থেকে মাধবপুর পর্যন্ত রাস্তা যেন আর রাস্তা নয়—বর্ষা এলেই এটি পরিণত হয় এক দুর্ভোগের নদীতে। কাদা, পানি আর খানা-খন্দে ভর্তি রাস্তাটি কোনোভাবেই চলাচলের উপযোগী নয়। স্কুলগামী শিশুদের কান্না, বৃদ্ধদের থমকে যাওয়া পা—সব মিলিয়ে প্রতিদিনের জীবনযাপন হয়ে উঠেছে একেকটা যুদ্ধ।

প্রায় ৩০০ ফুট রাস্তা উপজেলা প্রশাসন ইট সলিং করলেও বাকি অংশের কাজ থেমে আছে অনেকদিন যাবৎ। একটু বৃষ্টি হলেই পুরো রাস্তাটি তলিয়ে যায় কাদায়। স্কুলের পোশাক পরে ছোট ছোট শিশুদের হোঁচট খেয়ে পড়ে যাওয়ার দৃশ্য যেন প্রতিদিনের নিয়মিত চিত্র হয়ে গেছে।

একজন অভিভাবক বলেন, "বাচ্চাকে কোলে নিয়েই স্কুলে পৌঁছে দিতে হয়, কারণ সে হাঁটতেই পারে না।"একজন প্রবীণ বাসিন্দা বলেন, "বৃষ্টির দিনে বাড়ির বাইরে পা ফেলাও ভয় হয়, যদি পড়ে যাই!"

এলাকাবাসী দ্রুত ইট সলিং ও রাস্তা পাকা করার দাবি জানিয়েছেন। ইউএনও ও প্রকৌশলী মহোদয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।  

একজন স্কুলশিক্ষক বলেন, “শিক্ষার্থীদের দুর্ভোগ আর সহ্য হয় না-এটা শুধু রাস্তা নয়, এটা ভবিষ্যতের সঙ্গে জাতির সম্পর্কের রাস্তা।” এখন দেখার পালা, কর্তৃপক্ষ কবে নড়েচড়ে বসে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ