রোবোটিক্স অলিম্পিকে চ্যাম্পিয়ন বাংলাদেশ

শুনে খুশি হওয়ার মতো সংবাদ। আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতা ‘ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ’-এ ১৭৪টি দেশকে পেছনে ফেলে প্রথম হয়েছে বাংলাদেশ।

১২ সপ্তাহ দীর্ঘ এ প্রতিযোগিতার চূড়ান্ত আসর বসেছিল অক্টোবরের ৩১ তারিখে। টানা চতুর্থবারে মতো ‘ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ’-এ অংশ নেয় বাংলাদেশ। গত বছর এ আসরে সপ্তম স্থান অর্জন করেছিল বাংলাদেশ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সবাই নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আর বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে।



‘ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ’ প্রতিযোগিতাটির কাঠামো ও এতে বিশ্বের সব দেশের অংশগ্রহণের কারণে একে ‘রোবোটিক্স অলিম্পিক’ও বলা হয়ে থাকে। প্রতিযোগিতায় মূলত পৃথিবী ও মানুষ ক্রমাগত যে হুমকিগুলোর মুখে পড়ছে, সেগুলোর সঙ্গে মিল রেখেই তৈরি করা হয় সমস্যাগুলো। পরে অংশগ্রহণকারীরা ১৪টি ধাপে সমস্যার সমাধান করে থাকেন।

দস্যদের মধ্যে রয়েছেন- ম্যানগ্রোভ স্কুলের ১৭ বছর বয়সী শিক্ষার্থী সুজয় মাহমুদ, ইন্টারন্যাশনাল হোপ স্কুলের ১৬ বছর বয়সী শিক্ষার্থী শাহরিয়ার সীমান্ত, ডিপিএস এসটিএস স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী আবরার জাওয়াদ, স্যার জন উইলসন স্কুলের ১৮ বছর বয়সী শিক্ষার্থী রাজিন আলি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ১৫ বছর বয়সী শিক্ষার্থী আয়মান রহমান, সানবিমসের ১৪ বছর বয়সী শিক্ষার্থী জাহরা চৌধুরী, সাউথ ব্রিজের ১৪ বছর বয়সী শিক্ষার্থী আরিভা নওয়ার, মাস্টারমাইন্ডের ১৪ বছর বয়সী শিক্ষার্থী ফাইরুজ হাফিজ ফারিন।

আমরা তাদের জন্য গর্বিত।💚💜

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ