করোনা পরীক্ষা করিয়েছেন সাকিব

একটা সুপারশপ উদ্বোধন করতে গিয়ে সন্দেহর জন্ম নেয়।

আজ বিকেলে নিজ বাসভবনে তিনি করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন বলে জানা গেছে তাঁর পারিবারিক সূত্রে। আগামীকাল পরীক্ষার ফল পাওয়ার কথা ।



করোনা পরীক্ষায় নেগেটিভ হলে ৯ নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা সাকিবের। টুর্নামেন্টের ড্রাফটে নাম তুলতে হলে তাঁকে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে।গত মার্চে মহামারির শুরুতে সাকিব যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে গিয়েছিলেন। স্ত্রী-সন্তানের সঙ্গে সময় কাটিয়ে দেশে ফেরেন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে দুই পুরোনো গুরু নাজমুল আবেদীন ও মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে কাজ করেন এক মাস। এই এক মাসে সাকিব যে পরিশ্রম করেছেন, তাতে মুগ্ধ তাঁর দুই কোচ। সাকিব প্রস্তুতি নিচ্ছিলেন শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ সামনে রেখে। শ্রীলঙ্কা সিরিজ না হওয়ায় সেপ্টেম্বরের শেষ দিকে আবার চলে যান যুক্তরাষ্ট্রে। অক্টোবর মাসটা সেখানে কাটিয়ে বৃহস্পতিবার ফিরেছেন দেশে। সাকিবের আফসোস, বিকেএসপির প্রস্তুতিটা যদি আরও চালিয়ে যেতেন, তাহলে ফিটনেসের দিক দিয়ে আরও ভালো অবস্থানে থাকতে পারতেন।

দোয়া করি সাকিবের করোনা পরীক্ষা ফলাফল যেন নেগেটিভ আসে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ