হেঁচকি উঠলে কিভাবে থামাবেন....

হেঁচকি থামানোর উপায়

ঘরোয়াভাবে হেঁচকি থামানোর প্রচেষ্টার ক্ষেত্রে মূলত দুইটি মূলনীতি অনুসরণ করা হয়।

একটি হলো রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়িয়ে দেয়া যেন শ্বাসনালীতে খিঁচুনি বন্ধ হয়।

আরেকটি হলো শ্বাসপ্রশ্বাস ও গলধকরণের মধ্যে সমন্বয় সাধন করা 'ভ্যাগাস' স্নায়ুকে উদ্দীপ্ত করা।

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী কয়েকটি পদ্ধতিতে হেঁচকি থামানো যায়।

  • ১)কাগজের ব্যাগে নিশ্বাস ফেলা (ব্যাগ মাথা দিয়ে ঢুকাবেন না)
  • ২)দুই হাঁটু বুক পর্যন্ত টেনে ধরে সামনের দিকে ঝুঁকে পড়া
  • ৩)বরফ ঠাণ্ডা পানি খাওয়া
  • ৪)কিছু দানাদার চিনি খাওয়া
  • ৫)লেবুতে কামড় দেয়া বা একটু ভিনেগারের স্বাদ নেয়া
  • ৬)স্বল্প সময়ের জন্য দম বন্ধ করে রাখা
  • লেখা:সংগৃহীত। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ