আজ বারাকাহ্ সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরন এবং মেধা যাচাই পরীক্ষার পুরষ্কার প্রদান করা হয়েছে।
অদ্য ১৯ জানুয়ারি রোজ শুক্রবার দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিক্ষা উপকরণ বিতরণ এবং মেধা যাচাই পরীক্ষার পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বারাকাহ্ সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক দরিদ্র মেধাবী ৬০ জন শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান এবং তিনজন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। শুক্রবার ১৯ জানুয়ারি বারাকাহ সমাজ কল্যাণ সংস্থার প্রবাসী সদস্য দের অর্থায়নে এবং বারাকাহ্ সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমে এই উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অত্র সংস্থার অফিস সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান এর সভাপতিত্বে উপকরণ বিতরণ ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র সংস্থার সম্মানিত উপদেষ্টাবৃন্দ।তন্মধ্যে মাওঃনুরুল ইসলাম,আবুল লেইছ,সমুজ আলী,হাফিজ জামাল আহমদ,আব্দুল হাই,মাও: শামসুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।এছাড়াও উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদ'র দায়িত্বশীল সদস্যবৃন্দ, উপকরণ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকগণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, শিক্ষা বিস্তারে বারাকাহ সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের পিছিয়ে পড়া/দরিদ্র অসহায় বনি আদম শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের সাহাযার্থে বিত্তবানদের এগিয়ে আসা উচিত।
সেই সাথে এই উদ্যোগ থেকে সকলের শিক্ষা গ্রহণ করা উচিত।
0 মন্তব্যসমূহ