আল বুরাক ডেভেলপমেন্ট এসোসিয়েশন বিশ্বনাথের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ


 নিজস্ব সংবাদদাতা:

বিশ্বনাথ উপজেলা ভিত্তিক  সমাজকল্যাণমূলক সংগঠন আল বুরাক ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ২ শতাধিক পরিবারের মধ্যে আজ ২৯ জুন শনিবার উপজেলার ৫টি ইউনিয়নে সকাল থেকে  সন্ধ্যা পর্যন্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

দশঘর ইউনিয়নের দশঘর দারুল কুরআন আলিম মাদরাসা, দৌলতপুর ইউনিয়নের নতুন হাবড়া বাজার আরব শাহ একাডেমি, রামপাশা ইউনিয়নের বৈরাগী বাজার একলিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লামাকাজী গোলচন্দ সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাজাঞ্চি শাহজালাল একাডেমী প্রীতিগঞ্জ বাজারে অনুষ্ঠিত দিনব্যাপী এসব কর্মসূচি উদ্বোধন করেন এসোসিয়েশনের উপদেষ্টা হযরত মাওলানা লুৎফুর রহমান গোয়াহরি। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক সুনামধন্য ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল মাও. হাবিবুর রহমান। 

এসোসিয়েশনের চেয়ারম্যান মাও. শেখ সাহিদুর রহমান ফারুকী'র সভাপতিত্বে ৫টি স্পটে এসব কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসোসিয়েশনের এমডি মাও. শামসুল ইসলাম ইকবাল, ট্রেজারার মাও. আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাও. আব্দুল করিম, ডিরেক্টর মাও. আব্দুল মুমিন, মাও. মাহবুবুর রহমান আঙ্গুর, সৈয়দ মিছবাহ, ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড বিশ্বনাথের সভাপতি হাফিয আব্দুল কাদির, দশঘর ইউনিয়নের মেম্বার জনাব জুবেল মিয়া, লামাকাজী ইউনিয়ন আল-ইসলাহ’র সভাপতি মাও. হরমুজ আলী, সেক্রেটারী মাও. জামাল উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী জনাব লোকমান হোসেন, শিক্ষানুরাগী জনাব শহিদুজ্জামান সেলন, দানবীর সৈয়দ তোফাজ্জল আলী, ব্যাংকার জনাব হাবিবুর রহমান সেবুল, দক্ষিণ উপজেলা তালামীযের সহ সভাপতি হাফিয দিলওয়ার, উওর উপজেলার সাবেক সভাপতি মাও. বায়েজীদ আহমদ, বর্তমান সভাপতি মো. হাফিজুর রহমান ও এসোসিয়েশনের সদস্য মাও. জহিরুল ইসলাম, হাফিয আব্দুল আউয়াল প্রমুখ। 

নেতৃবৃন্দ সকল দাতাগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বন্যা দূর্গতদের নিয়ে মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন এবং এসোসিয়েশনের সমৃদ্ধির জন্য সকলের নিকট দোআ কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ